Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
সালমান খান ঈদে তাঁর ভ্ক্তদের উপহার দিচ্ছেন নতুন চলচ্চিত্র ‘টিউবলাইট’। কবির খান পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ জুন। মুক্তির আগেই ধারণা করা হচ্ছে, ছবিটি নতুন রেকর্ড গড়বে।
ডিএনএ ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, সালমান অভিনীত ছবিটি এস এস রাজামৌলির ‘বাহুবলি-২’ ছবিটির সঙ্গে বেশ ভালোভাবেই প্রতিযোগিতা করতে যাচ্ছে। কারণ, বাহুবলির দ্বিতীয় ছবিটি যত প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছিল, তার চেয়ে অনেক বেশি প্রেক্ষাগৃহে অগ্রিম বুকিং পেয়েছে ‘টিউবলাইট’।
প্রভাস অভিনীত ‘বাহুবলি-২’ ছবিটি সারা বিশ্বে নয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর মধ্যে ভারতেই মুক্তি পেয়েছিল ছয় হাজার ৫০০টি হলে। যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছিল এক হাজার ১০০টি হলে এবং কানাডায় মুক্তি পেয়েছিল ১৮০টি হলে।
অন্যদিকে, সালমান খান অভিনীত ‘টিউবলাইট’ বিশ্বব্যাপী সাড়ে নয় থেকে ১০ হাজার হলে মুক্তি দেওয়ার কথা চলছে। ভারতে অবশ্য ‘বাহুবলি-২’-এর মতোই প্রেক্ষাগৃহ পাচ্ছে ছবিটি। তবে যুক্তরাষ্ট্রে ৩৩০ পর্দায় ও যুক্তরাজ্যের ২১৫টি হলে দর্শক ছবিটি দেখতে পারবে। এ ছাড়া একই সময়ে বিশ্বের ৫০টি দেশে ছবিটি মুক্তি পাবে। তাই আন্তর্জাতিকভাবে ‘টিউবলাইট’-এর আয় অনেক বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে।
‘টিউবলাইট’ ছবি তৈরির ধারণা বিখ্যাত নাটক ‘লিটল বয়’ দেখার পর পেয়েছিলেন বলে জানান পরিচালক কবির খান। এই নাটকের প্রেক্ষাপট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
ছবিটিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন চীনের অভিনেত্রী জু জু, শিশু শিল্পী মতিন রায় টঙ্গু ও প্রয়াত অভিনেতা ওম পুরি। ছবিটি প্রযোজনা করেছেন সালমান খান।