‘বাহুবলী’র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমিরের ‘দঙ্গল’!

বিনোদন ডেস্ক.

ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে এতদিনের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘বাহুবলী : দ্য কনক্লুশান’। ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। এবার তাকেই পাল্লা দিচ্ছে আমির খানের ‘দঙ্গল’!
মাত্র ১৯ দিন আগে চীনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। সে দেশ থেকে আয় ৭৫৩ কোটি টাকা। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার দাবি, বিশ্বজুড়ে এখনো পর্যন্ত ‘দঙ্গল’র বক্স অফিস কালেকশন ১৫২৩ কোটি টাকা। সব মিলিয়ে এখনো পর্যন্ত ‘বাহুবলী ২’-এর আয় ১৫৬৫ কোটি টাকা। ফলে আমিরি ‘দঙ্গল’ যে ‘বাহুবলী’র সঙ্গে পাঞ্জা লড়তে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তা বলাই যায়।
বিশেষজ্ঞদের মতে, ‘বাহুবলী’র ১৬০০ কোটি টাকা পর্যন্ত আয় করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ‘দঙ্গল’ সেই বেঞ্চমার্ক পেরিয়ে যেতে পারে যে কোনো দিন। চিনে ‘দঙ্গল’ ভালো ব্যবসা করার পর এখন সেই পথে হাঁটতে চলেছে ‘বাহুবলী’ও।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী জুলাইতে চীনে মুক্তি পাবে ছবিটি। সে ক্ষেত্রে ফের উল্টে যেতে পারে পাশার দান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ