বিআইডব্লিউটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু বৃহস্পতিবার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বৃহস্পতিবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করবে। রাষ্ট্রীয় এই সংস্থার চারটি নিয়মিত জাহাজের সাথে আরো দুটি যুক্ত হয়ে মোট ছয়টি জাহাজ নিয়ে এবারের ঈদুল ফিতরের ঘরে ফেরা মানুষদের পৌঁছে দেবে। বিশেষ এই নৌ-সার্ভিস চলবে ৩ জুলাই পর্যন্ত। তবে যাত্রী চাপ থাকলে সময় আরো বাড়ানো হবে।

    বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ স্পেশাল সার্ভিস। বৃহস্পতিবার ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছাড়বে মধুমতি এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাঙালী। ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রী সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

    তিনি বলেন, এবারে নিয়মিত পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতির সাথে বিশেষ সার্ভিসে যোগ দেবে এমভি বাঙালী ও অস্ট্রিচ। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।

    বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেটের আবেদন ১৫ জুন থেকে অনলাইনে দেয়া হয়েছে। বরিশাল অঞ্চলের আভ্যন্তরীণ নৌ-রুটে বিআইডব্লিউটিসির পাঁচটি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো, বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির-৫ এবং খিজির-৭। এছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ