বিএনপিকে দুর্বল করতেই নেতাকর্মীদের গ্রেফতার : ফখরুল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


সরকার বিএনপিকে দুর্বল করতে এবং সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করতেই নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আমরা যখন সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালনের উদ্যোগ নিচ্ছি এবং তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মত সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগুচ্ছি, তখন সরকার সেসব কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে আরো কঠোর হয়ে উঠেছে।

    তিনি বলেন, মূল লক্ষ্যই হলো বিএনপিকে দুর্বল করে কোনোভাবেই সাংগঠনিক কাজ করতে না দেয়া। সরকার দেশের আইনকানুন ও বিচারিক ব্যবস্থাকে করায়ত্ত্বের মাধ্যমে এখন বিএনপি এবং বিরোধীদলগুলোর নেতা-কর্মীদেরকে কারাদণ্ড দিচ্ছে।

    ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মশিউর রহমানকে এক মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দেন মির্জা ফখরুল।

    তিনি বলেন, আমরা এ ধরনের বেআইনি ও অসৎ কর্মকাণ্ড থেকে বারবার সরকারকে সরে আসার আহ্বান জানালেও নিজেদের অস্তিত্বের প্রশ্নে তাতে কর্ণপাত না করে আরো বেপরোয়া ও হিংস্র হয়ে উঠেছে। বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে নিত্য-নতুন মিথ্যা মামলায় আটক করছে। পুরনো মিথ্যা মামলায় চার্জ গঠন করে চার্জশিট প্রদান করছে এবং দণ্ডিত করছে।

    সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ফ্যাসিবাদী আচরণ তাদেরকে ক্রমেই আরো জনবিচ্ছিন্ন করে তুলছে। সরকার এ সত্যটি যত দ্রুত অনুধাবন করতে সক্ষম হবে এবং নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে সেটিই হবে তাদের জন্য মঙ্গল।

    মশিউর রহমানকে কারাদণ্ড প্রদানের ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ