বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না : খালেদা

 

নিউজ ডেস্ক.


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দলীয় নেতাদের মামলার দ্রুত সাজা দিয়ে নির্বাচন থেকে বিএনপিকে বাদ দিতে চায় আওয়ামী লীগ।’ তিনি বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না।’

আজ রোববার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে খালেদা জিয়া অভিযোগ করেন, যে চেতনা নিয়ে সংঘটিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধ; গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে ওই চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘গত ১০ বছরে দেশকে লুটপাটের রাজ্যে পরিণত করা হয়েছে। আর এখন ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার।’

খালেদা জিয়া বলেন, ‘হাসিনার অধীনে নির্বাচন আমরা কয়েকবার দেখেছি। ২০১৪ সাল একটা প্রমাণ। সারা পৃথিবী বলেছে ২০১৪ সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। এ নির্বাচন আর বাংলাদেশে হবে না। এ দেশে নির্বাচন হবেই হবে। সে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে। যে নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিবে।’

খালেদা জিয়া বলেন, ‘২০১৮ সাল দেশের জনগণের বছর হবে, গণতন্ত্রের বছর হবে, উন্নয়নের বছর হবে, শান্তির বছর হবে।’

খালেদা জিয়া বলেন, ‘যেখানে বিএনপি নেতাদের জনপ্রিয়তা রয়েছে সেখানেই হামলা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে তাদের।’

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘চালসহ প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যে জনগণের শ্বাসরোধ হয়ে আসলেও নির্বিকার সরকার।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ