বিগ ব্যাশে মুস্তাফিজকে চান হেনরিক্স

ক্রীড়া ডেস্ক.

দু’জনে খেলেছেন আইপিএলের একই দলে। জিতেছেন শিরোপাও। বলছিলাম মোস্তাফিজুর রহমান ও ময়েস হেনরিক্সের কথা। মোস্তাফিজকে বেশ ভালো-ভাবেই ছিনেন হেনরিক্স। মোস্তাফিজ এবারের আসরে আইপিএল খেলেছেন মাত্র ১টি ম্যাচ। এরপর থেকে দলে ঠাই হচ্ছে না। তবে হেনরিক্স চান অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, বিগ ব্যাশেও মুস্তাফিজের খেলুক।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় উন্নয়নশীল ক্রিকেটীয় দেশ থেকে এসেছে বলে তাদের যদি বিগ ব্যশে খেলানো না হয়, তাহলে সেটা খুব হাস্যকর হবে। রশিদ ও মুস্তাফিজের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তারা বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে সুন্দর মানিয়ে নিতে পারে। আমি নিশ্চিত যে, বিগ ব্যাশে অংশ নেওয়ার মতো যোগ্যতা তাদের আছে।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ