বিদেশে বসে খালেদা জিয়া সরকার হটানোর ষড়যন্ত্র করছে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    বিদেশে বসে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া সরকার হটানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ‘সব জানি আমরা। কোথায়, কারা কারা যাচ্ছে, কি আলাপ হচ্ছে; লন্ডনের খবর, দুবাইয়ের খবর, ব্যাংককের খবর, কি কি শলা-পরামর্শ হচ্ছে, কোন কোন পথ খোঁজা হচ্ছে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য- এই সব খবর এই তথ্য প্রবাহের যুগে গোপন থাকে না।’

    ওবায়দুল কাদের বলেন, বিএনপি বদলায়নি। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কারণ, এবার অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে। নির্বাচনে তারা জিততে পারবে না, সেটা বিএনপি জানে এই জন্যই আবারও তারা ষড়যন্ত্র করছে।
    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শোক দিবসে জন্মদিন পালনের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের রুদ্ররোষে তাদের কেক কাটার উৎসব পণ্ড হয়ে গেছে এবার। বন্যার কারণ দেখিয়ে জনরোষের মুখে কেক না কাটলেও সুযোগ পেলে যে কাটতেন তাতে কোনো সন্দেহ নেই।

    ওবায়দুল কাদের বলেন, একজনের কয়টা জন্মদিন থাকে? পরীক্ষা, বিবাহ, পাসপোর্ট মিলিয়ে কেন ৫টা ভুয়া জন্মদিন? আমাদের হৃদয়ে, অনুভূতিতে আঘাত করতে? আমাদের উপহাস করার জন্য? তাদের সঙ্গে আমরা সংলাপে বসব?

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বিদ্বেষ নিয়ে রাজনীতি করছে। ১৫ আগস্ট শেখ হাসিনা কেন মরলেন না সেটি তাদের বড় কষ্ট।

    সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, গর্ত থেকে বেরিয়ে তারা লাফালাফি করেছিলেন। কিন্তু এখন বুঝে গেছেন যে, ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব কর্পূরের মতো উবে গেছে। হাফিজ সাহেব, মামাবাড়ির আবদার করেন? সংসদকে অবৈধ রায় দিয়ে আরেকটা উপকার করার? কয়েকদিন পর আপনারা আরেক কাঠি এগিয়ে গিয়ে বলবেন ‘সুয়োমোটো’ দিয়ে আপনাদের হারানো ময়ুর সিংহাসনে বসিয়ে দিতে।
    যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রস্তুত হয়ে যান, এরা আবার ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়ংকর অবস্থা ফিরে আসবে। কিন্তু নির্বাচনে জিতে তাঁরা ক্ষমতায় আসতে পারবে না। কারণ জামায়াত না থাকলে ভোটকেন্দ্রেও বিএনপির লোক থাকত না।

    যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসডিয়াম সদস্য শহীদ সেরনিবায়াত ও মুজিবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল, দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ