বিরামপুরে ছাত্রলীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

মোরশেদ মানিক , দিনাজপুর থেকে.

দিনাজপুর জেলা ছাত্রলীগের অবৈধ কমিটি কর্তৃক বিরামপুর উপজেলা ছাত্রলীগের অবৈধ কমিটি গঠনের প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধ করেছে। দিনাজপুর জেলা ছাত্রলীগের আহবায়ক পারভেজ আহমেদ পরাগ বিরামপুর উপজেলা আওয়ামীল ও ছাত্রলীগের নেতৃবৃন্দের মতামত ছাড়াই তার মনগড়া অবৈধ কমিটি গঠন করে। এই কমিটিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নিয়ম নীতি ভঙ্গ করে বিরামপুরে কিছু বিতর্কীত ছাত্রলীগ নামধারী ও বিবাহীতদের ছাত্র দেখিয়ে যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় তা বিরামপুর ছাত্রলীগ প্রত্যাখান করেছে এবং এর প্রতিবাদে আজ সকালে বিরামপুর শহরে বিক্ষোভ মিছিল ও দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানান। এ সময় ছাত্রলীগের উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়ন শাখার প্রায় দু শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের নেতা কর্মীরা এই অবৈধ ও মনগড়া কমিটিকে বিলুপ্ত করে একটি কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহবান জানান। সমাবেশে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহবায়ক মোঃ নাসিম আনসারি, যুগ্ম আহবায়ক মেজবাউল মন্ডল মেজবা, কলেজ শাখার সাদ্দাম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আঃ রহিম বাদশাসহ অনেকে বক্তব্য রাখেন। মহাসড়ক অবরোধের ফলে দুটি দিকে প্রায় ১ কিঃ মিঃ রাস্তা জানজট সৃষ্টি হয়। এর পর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে কাউন্সিলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি দিলে মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ