বিরামপুরে ২১৭ বোতল ফেন্সিডিল জব্দ : আটক ৩

মোরশেদ মানিক, দিনাজপুর.

দিনাজপুরের বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি হাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের কুইক রেসপন্স টিম ৬ মে শনিবার রাতে খোশালপুর গ্রামে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য সামছুজ্জামানের বাড়ির উঠানে মাটির নীচে লুকিয়ে রাখা ২১৭ বোতল ফেন্সিডিল জব্দ করে। অভিযানে অংশ নেন বিরামপুর থানার এস. আই আবু বক্কর সিদ্দিক, এস.আই শামসুল হক, এ.এস.আই কামরুল ইসলাম সহ পুলিশ বাহিনীর কয়েক সদস্য।
বিরামপুর থানার এ.এস.আই কামরুল ইসলাম এ বিষয়ে ৩ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেছেন। আসামীরা হলেন বিরামপুর থানার খোশালপুর গ্রামের মুত গিয়াস উদ্দিনের পুত্র সামসুজ্জামান ৥ জামাল(৪০), ঝগড়ু পাড়ার এনামুল হকের পুত্র এরশাদুল (৩৩), খানপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র হুমায়ুন (২৮)। বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পুলিশের দিনাজপুরের বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি হাফিজুর রহমান বলেন, তার নেতৃত্বে বিরামপুর ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জদ্বয়ের সহযোগিতায় বাছায় করা কয়েক চৌকস অফিসার ও সদস্যদের নিয়ে গঠিত কুইক রেসপন্স টিম সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন এ ধরনের অভিযানের নেতৃত্ব সফল হয়েছে টিমের সকলের আন্তরিকতার কারনে। এ কারনেই এর কৃতিত্ব বাহিনীর , একক নয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ