যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন এক বিষ্ময় ! স্বাধীনতার বাংলাদেশ ছিল এক গরীব রাষ্ট্র। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন বড় হবার। আর জননেত্রী শেখ হাসিনা এখন তা করে দেখাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন নি¤œ মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। জিডিপি এখন ৭ এর উপরে। বাংলাদেশ এখন খাদ্য রপ্তানীকারক দেশ। এবছর আমরা ভূমিকম্প বিদ্ধস্ত নেপালে খাদ্য সহায়তা পাঠিয়েছি। আমাদের প্রতিদিন বিদ্যুতের উৎদাপন ১৫ হাজার মেগাওয়াট। মাথাপিছু আয় ১৫ হাজার ডলার ছাড়িয়েছে। বিদেশীরা আমাদের প্রশ্ন করে তোমরা কি ম্যাজিক জানো ? হ্যাঁ সত্যিই আমারা ম্যাজিক জানি। আর আমাদের এ ম্যাজিকের নাম শেখ হাসিনা। শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ২০২১ সালের মধ্যে আমাদের দেশ মধ্যম আয়ের দেশ হবে। আর ২০৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ। স্বাধীন জাতি হিসাবে ধনী বাংলাদেশ দেখতে হলে, নিজের পায়ে দাঁড়ানো বাংলাদেশ দেখতে হলে আমাদের সব্বাইকে শেখ হাসিনার সহযাত্রী হতে হবে। এজন্য তিনি ২০১৯ সালের নির্বাচনে আবারো শেখ হাসিনার দলকে নির্বাচিত করার আহ্বান জানান।
গত শনিবার বিকেলে প্রতিমন্ত্রী নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।
মহাদেবপুর ইউএনও জেবুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের এমপি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মজুমদার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিরুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ময়েন, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, মহাদেবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রীর এপিএস সাদেকুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, আওয়াামীলীগ নেতা অজিত কুমার মন্ডল, রাইগাঁ ইউপি মঞ্জুর আলম মঞ্জু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মুল বানীন দ্যোতি প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল ও যুবলীগ নেতা অনুকুল চন্দ্র সাহা বুদু।
জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জানান, ষ্টেডিয়ামটি নির্মাণের জন্য ৪২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের আওতায় একটি প্যাভিলিয়ন, টয়লেট ও মাঠের চারদিকে বেঞ্চ নির্মাণ করা হবে। সারা দেশে এরকম ১৩১ টি এবং নওগাঁর ৪ টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি জানান।