Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
স্টাফ রিপোর্টার.
দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে নভো নরডিস্ক, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও পদ্মা টেক্সটাইল। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে ১০ নভেম্বর থেকে শুরু হলো তাঁদের সচেতনতা মূলক কার্যক্রম।
নভো নরডিস্ক অংশীদারিত্বের মাধ্যেমে সারাদেশে ১৫০টি র্যালি, ১৫ হাজার গর্ভবতী নারীদের ডায়াবেটিস পরীক্ষা, পাঁচ হাজার ডায়াবেটলজিস্ট এবং দুই হাজারেরও বেশি স্ত্রীরোগ বিশেষজ্ঞদের ডায়াবেটিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দিবে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচারনার অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ডেনমার্কে রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার বলেন, ‘বিশ্বব্যাপী ডায়াবেটিস প্রতিরোধ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নভো নরডিস্ক ঔষধের বাইরেও সচেতনতা সৃষ্টি এবং যাদের ইনসুলিন প্রয়োজন তাদের জন্য সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করছে।’
তিনি আরো বলেন, সরকারকে আধুনিক ঔষধের সহজলভ্যতা নিশ্চিতকরে রোগীদের পাশে দাঁড়াতে হবে এবং স্বাস্থ্যখাতের কোম্পানী নভো নরডিস্ককেও সহযোগিতা করতে হবে যেন সচেতনতা বাড়াতে আরো কাজ করতে পারে।
নভো নরডিস্ক এর ব্যবস্থাপনা পরিচালক আনন্দ শেঠি বলেন, ‘আমরা বিশ্বাস করি সচেতনতা ও শিক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রনের প্রধান নিয়ামক। এ কারনে আমরা ড্যাব এর সঙ্গে কাজ করছি ডায়াবেটিসের প্রতিরোধ, সনাক্তিকরণ, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতা বাড়াতে।
ডায়াবেটিস পরিবর্তনের শূভেচ্ছা দূত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান, ‘আমি আশা করি বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার মাধ্যেমে মানুষ তাদের জীবনের নতুন ইনিংস দারুন ভাবে শুরু করবে এবং একই সঙ্গে কার্যকর এবং কোয়ালিটি ইনসুলিনের মাধ্যমে সুখী ও আনন্দময় জীবন উপভোগ করতে পারেন।’
অনুষ্ঠানে ড্যাব সভাপতি আজাদ খান বলেন, ‘ড্যাব ও নভোনরডিস্ক মিলে যৌথভাবে সচেতনতার জন্য বেশকিছু উদ্যোগ নিয়েছেন। যেমন চেঞ্জিং ডায়বেটিস ইন চিলড্রেন, ডিসটেন্স র্লানিং প্রোগ্রাম এবং ডায়াবেটিস পরিবর্তনের শূভেচ্ছা দূত এর মধ্যে অন্যতম।
বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে নভো নরডিস্ক এর হেড অব মার্কেটিং ডা. মোহাম্মাদ সাইফুল বলেন, ‘ডায়াবেটিসের চিকিৎসা করা ব্যয় বহুল নয়। তবে চিকিৎসা না করাটাই ব্যয়বহুল।’
তিনি জানান বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) নারী ও ডায়াবেটিসের বিষয়টি মাথায় রেখে শ্লোগান নির্ধারন করেছে ‘সুন্থ ভবিষ্যত আমাদের অধিকার’। আইডিএফ এর তথ্যমতে ২০১৫ সালে বাংলাদেশের ডায়াবেটিস রোগির সংখ্যা প্রায় ৭১ লক্ষ।
সাইফ উদ্দিন, সাধারণ সম্পাদক, ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং আমানউল্লাহ চাগলা, পরিচালক, পদ্মা টেক্সটাইল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।