বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫৩


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    ভয়াবহ বন্যায় ভারতের বিহার রাজ্যে মৃতের সংখ্যা ২৫৩ জনে দাঁড়িয়েছে এবং নতুন এলাকা প্লাবিত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে।

    রাজ্যটির ১৮টি জেলার প্রায় ১ কোটি ২৬ লাখ মানুষ বন্যার মোকাবিলা করছে।
    বন্যাকবলিত এসব জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম চালাতে সেনাবাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করা হয়েছে।

    ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, ৪ লাখ ২১ হাজার বন্যার্তকে রাজ্যের বিভিন্ন স্থানের ১ হাজার ৩৫৮টি ত্রাণশিবিরে সরিয়ে নেয়া হয়েছে।

    শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ২০২ জন থাকলেও নতুন কয়েকটি এলাকা প্লাবিত হওয়ার পর রবিবার তা ২৫৩ জনে এসে দাঁড়িয়েছে।

    এ দিন রাজ্যের আরারিয়া জেলায় পানির তোড়ে একটি সেতু ধসে গেলে তিনজনের একটি পরিবার ভেসে যায়। ভেসে যাওয়াদের মধ্যে এক নারী, একটি বালিকা ও এক পুরুষ রয়েছেন।

    বন্যায় এক আরারিয়া জেলায়ই ৫৭ জনের মৃত্যু হয়েছে।

    অন্যান্য জেলাগুলোর মধ্যে সিতামারহি, পশ্চিম চাম্পারান, কাতিহার, পূর্ব চাম্পারান, মাধুবানি, সুপাউল ও মাধেপুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, বিহারের প্রধান নদীগুলোর মধ্যে কোশি, মহানন্দা, গানডাক, বাগমাতি এবং গঙ্গার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

    বিহারের প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে বন্যায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী আরেক রাজ্য পশ্চিমবঙ্গেও বন্যা হয়েছে।

    ভারি বৃষ্টিপাতে এই তিনটি রাজ্যের পাশাপাশি আসামেও ব্যাপক বন্যা হয়েছে। তবে পানি কমতে থাকায় রাজ্যটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। রাজ্যটির ১৫টি জেলার ১৯ লাখ মানুষ বন্যাক্রান্ত হয়েছে। সূত্র : এনডিটিভি

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ