Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গৌরব গুপ্তর সঙ্গে বিয়ে হয় ‘বিগ বস’ খ্যাত ইরানি মডেল মনদানা করিমি। কিন্তু ছয় মাস যেতে না যেতেই ফাটল ধরল সেই সম্পর্কে। সম্প্রতি গৌরবের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে ডিভোর্স ফাইল করেছেন মনদানা।
সোমবার আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে মনদানা জানান, মাস দু’য়েক আগে তাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তার পেশা অপছন্দ ছিল গৌরবের পরিবারের। তাদের স্টেটাসের সঙ্গে এই পেশা মেলে না বলেও জানানো হয়েছিল তাকে।
মনদানা আরও জানিয়েছেন, জুহু বিচে তাদের অ্যাপার্টমেন্ট আসলে একটা জেলখানার মতো। সেখানে তাকে কোনো স্বাধীনতা দেয়া হয় না। তার বন্ধুদের সঙ্গেও দেখা করতে দেন না গৌরব।
মনদানার আইজীবী মধুকর দলভি জানান, প্রতি মাসে ১০ লক্ষ টাকা এবং এককালীন ২ কোটি টাকা খোরপোশ চেয়েছেন মনদানা। পুরো বিষয়টি এখন আদালতের বিচার্য।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এনগেজমেন্ট হয়েছিল মনদানা করিমি এবং গৌরব গুপ্তর। সেময় বিয়ের আংটি-সহ সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে মনদানা লিখেছিলেন, ‘আই সেড ইয়েস’। এনগেজমেন্টের আগে দু’বছর ধরে গৌরবের সঙ্গে ডেট করছিলেন এই মডেল ও অভিনেত্রী।