Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
পর্তুগাল ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসছেন। যাকে তিনি বিয়ে করতে যাচ্ছেন তিনি আর কেউ নন। তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। ওই সাক্ষাৎকারে রোনালদো বলেন, জর্জিনা আমাকে সব সময় সাহায্য করে। সত্যি তাকে আমি ভালোবাসি।
আমরা খুব দ্রুতই বিয়ে করব। আমার মায়েরও স্বপ্ন, তাকে পুত্রবধূ হিসেবে ঘরে তুলবে। রোনালদো আরো বলেন, জর্জিনা এমন একজন মানুষ যার সঙ্গে সবকিছু খোলাসা করে আলোচনা করা যায়। তার কাছ থেকে সব সময় ইতিবাচক সাড়া পাওয়া যায়। ২০১৬ সাল থেকে জর্জিনার সঙ্গে প্রেম করছেন রোনালদো। বিয়ে না হলেও জর্জিনার ঘরে রোনালদোর একটি মেয়ে-সন্তান রয়েছে।
স্পেনের জাকা নামক শহরে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন জর্জিনা রদ্রিগেজ। তার মা স্প্যানিশ আর বাবা ছিলেন আর্জেন্টিনার নাগরিক। আকর্ষণীয় ফিগারের স্প্যানিশ তরুণীর নাচের ওপর রয়েছে বিশেষ দক্ষতা। পড়াশোনা করেছেন লন্ডনে। পড়াশোনা অবস্থায় রেস্টুরেন্টে খাবার পরিবেশনের কাজও করেছেন তিনি। এরপর স্পেনে ফিরে এসে ইতালিয়ান তৈরি পোশাকের ব্র্যান্ড ‘গুসির’ একটি স্টোরে সেলসম্যান হিসেবে কাজ করা শুরু করেন। সালটা তখন ২০১৬। ওই বছর ঘটনাচক্রে একদিন শুটিংয়ের কাজে সেই দোকানে যান রোনালদো। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের শুরু। কয়েকদিন আগে জর্জিনা এক সাক্ষাৎকারে জানান, প্রথম দেখাতেই তাদের মধ্যে মন দেয়া-নেয়া শুরু হয়।
ভোরের কাগজ অনলাইন থেকে খবরটি নেওয়া হয়েছে। যার মূল লিংক দেখতে এখানে ক্লিক করুন।