ক্রীড়া ডেস্ক.

অবশেষে প্রেমকে চূড়ান্ত পরিণতি দান করলেন জাতীয় দলের ক্রিকেটার এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দীর্ঘদিনের প্রেমিকা তাসনিম ইসলাম লিসাকে বিয়ে করে ঘরে তুলে নিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। খুলনা শহরের একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয় সোহান-লিসার বিয়ের অনুষ্ঠান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ইংল্যান্ড যাওয়ার এক সপ্তাহ আগেই দু’জনের মধ্যে আংটি বদল করা হয়। তখনই বিয়ের দিন-তারিখ ঠিক করা হয়। দুই পরিবারের সম্মতিতেই অনুষ্ঠিত হয়েছে এই বিয়ে।
সোহানের স্ত্রী তাসনিম ইসলাম লিসার বাবা একজন ব্যবসায়ী। সোহান এবং লিসার পরিবারের সঙ্গে পরিচয় আগে থেকেই। সে থেকে তাদের দু’জনের পরিচয়ও দীর্ঘদিনের। একসঙ্গে পড়ালেখা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনও পার করলেন তারা দুজন। সোহান-লিসা একসঙ্গে পড়ালেখা করেছেন খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এবং খুলনা নর্দান বিশ্ববিদ্যালয়ে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েসসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কাছের কিছু বন্ধু-বান্ধব।


 
			 
			 
			