বুধবার থেকে সুপার লীগ শুরু

ক্রীড়া ডেস্ক.

আগামীকাল বুধবার থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লীগ পর্ব। সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করা দলগুলো হলো গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সুপার লীগের প্রথম তিন পর্বের সূচি
প্রথম রাউন্ড
তারিখ ম্যাচ ভেন্যু
২৪-৫-২০১৭ গাজী-মোহামেডান ফতুল্লা
২৪-৫-২০১৭ প্রাইম দলেশ্বর-শেখ জামাল বিকেএসপি-৩
২৪-৫-২০১৭ আবাহনী-প্রাইম ব্যাংক বিকেএসপি-৪
দ্বিতীয় রাউন্ড
তারিখ ম্যাচ ভেন্যু
২৭-৫-২০১৭ গাজী-শেখ জামাল ফতুল্লা
২৭-৫-২০১৭ প্রাইম দলেশ্বর- প্রাইম ব্যাংক বিকেএসপি-৩
২৭-৫-২০১৭ আবাহনী-মোহামেডান বিকেএসপি-৪
তৃতীয় রাউন্ড
তারিখ ম্যাচ ভেন্যু
৩০-৫-২০১৭ গাজী-প্রাইম ব্যাংক ফতুল্লা
৩০-৫-২০১৭ প্রাইম দলেশ্বর-আবাহনী বিকেএসপি-৩
৩০-৫-২০১৭ মোহামেডান-শেখ জামাল বিকেএসপি-৪

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ