বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলিকে এখন নিজের সবচেয়ে আপন এবং কাছের মানুষ বলে মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু ইসলাম খান।
আলাপচারিতায় বুবলি প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, আর বুবলিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এই ইস্যুটা প্লিজ স্টপ করেন! কারণ বুবলি এখন আমার সবচেয়ে আপন এবং অনেক কাছের মানুষ। ভড়কে গেলেন তো। বিষয়টা খুলে বলি। দেখুন বুবলি এখন আমার স্বামীর সঙ্গে কাজ করছে। সুতরাং স্ত্রী হিসেবে আমি চাই আমার স্বামীর ছবিটি হিট হোক। এখানে শুধু বুবলি নয়, যে মেয়েই আমার স্বামীর বিপরীতে কাজ করবে তার জন্য আমার মন থেকে শুভকামনা থাকবে। এটাই তো স্বাভাবিক। বুবলিকে জড়িয়ে এসব উল্টোপাল্টা বিষয় থেকে আমাকে রেহাই দিন প্লিজ! আর ওকে নিয়ে কোনো প্রশ্ন নয়।
শ্বশুরবাড়ি প্রসঙ্গে তিনি বলেন, নববর্ষ উপলক্ষে আমার শ্বশুরবাড়ির সকলের জন্য উপহার কিনলাম। আমার তো বাবা নেই। তাই শাকিবের বাবা আমায় প্রচণ্ড আদর করেন। আমি তরমুজ, কদবেল খেতে পছন্দ করি, আমার শ্বশুর প্রায় প্রতিদিন নামাজ থেকে ফেরার পথে নিয়ে আসেন। জয় আমার পেটে থাকাকালীন তো আমি শ্বশুরবাড়ির যত্নেই ছিলাম। এখনো তাই।
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Share on Facebook Tweet it Pin it Share it Email ক্রীড়া ডেস্ক. উইঘুর মুসলিম সম্প্রদায় হচ্ছে পৃথিবীর সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত…