বুলডোজার দিয়ে গাড়িবোমা হামলা ঠেকালো ইরাকি সেনা

নিউজ ডেস্ক.

মসুলে বুলডোজার দিয়ে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিস্ফোরকবোঝাই একটি গাড়ি রুখে দিয়ে গোটা সেনা ইউনিটকে রক্ষা করেছেন এক ইরাকি সেনা। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলসহ আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের সাথে তারা এ কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
বুলডোজারের দিক থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুতগতির একটি গাড়ি দেখে চালকের আসনে থাকা ওই সেনা বুলডোজার দিয়ে তার গতি রোধ করেন এবং বিস্ফোরকভর্তি গাড়ির ওপর বুলডোজারের সামনের অংশ দিয়ে আঘাত করেন। এতে গাড়িটি বিস্ফোরিত হয়।
দুঃসাহসিক এ অভিযান সম্পর্কে পরে ওই সেনা জানান, পাশের একটি রাস্তা দিয়ে গাড়িটি নিয়ে এক জঙ্গি মূল রাস্তায় ওঠে। এ অবস্থায় আমি গাড়িটির মুখোমুখি অবস্থান নিলে সে পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করে। আমি তখন তার পথ আটকে দাঁড়াই এবং গাড়ির ওপর আঘাত করলে তাতে বিস্ফোরণ ঘটে।
এ সেনাকে ইরাকের এলিট কাউন্টার টেরোরিজম সার্ভিসের সদস্য বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, প্রায়ই রাজধানী বাগদাদসহ ইরাকের বিভিন্ন এলাকায় গাড়িবোমা ও আত্মঘাতী হামলা চালিয়ে আসছে আইএস।
২০১৪ সালে ইরাকের মসুল দখল করেছিল আইএস। গত অক্টোবরে মসুল উদ্ধারে অভিযান শুরু হয়। প্রায় ১০০ দিনের লড়াই শেষে চলতি বছরের জানুয়ারিতে তাদের হাত থেকে পূর্ব মসুল উদ্ধার করে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সেনা। তখন থেকেই ইরাকে কোণঠাসা হতে শুরু করেছিল আইএস। যদিও এর মধ্যে ঘুরে দাঁড়নোর বার্তাও দেয় তারা। এরপর গত ফেব্রুয়ারিতে টাইগ্রিস নদীর পশ্চিম ভাগে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। এতে আইএস আরো দুর্বল হয়ে পড়ে। সূত্র: ডেইলি মেইল

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ