বুড়িমারী সীমান্ত দিয়ে ভারত গেলেন এরশাদ

নিউজ ডেস্ক.

লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্ত দিয়ে সড়ক পথে পাঁচ দিনের জন্য ভারত সফরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার দুপুরের দিকে তিনি ভারতের উদ্দেশে রওনা হন।
এরশাদের সঙ্গে ছেলে এরিখ এরশাদ, ব্যক্তিগত সহকারী মো. ওহাব, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, তার ব্যক্তিগত সচিব মো. জসিম উদ্দিন এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ও ভারত যাচ্ছেন।
জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার বির্বাতাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুড়িমারী সীমান্ত দিয়ে এরশাদ তার জন্মস্থান ভারতের কোচবিহার জেলার দিনহাটি যাবেন। সেখানে তিনি তার জন্মস্থান দিনহাটির পৈতৃক বাড়িতে অবস্থান করবেন এবং ছোটবেলার বন্ধুবান্ধবদের সঙ্গে নিরিবিলি সময় কাটাবেন।
এছাড়া স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে জানান খালেদ আখতার। পাঁচ দিনের সফর শেষে আগামী ২৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছেহুসেইন মুহম্মদ এরশাদের।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ