বৃহস্পতিবার সারা দেশে বিএনপি’র প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক.

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় এর প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সভার কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় একযোগে এই কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সমাবেশ করতে চেয়েছিল দলটি।
আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন।
প্রতিবাদ সমাবেশের অনুমতি না মেলায় আজ সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হামলা সরকার প্রধানের নির্দেশেই হয়েছে। আর তার নির্দেশেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মেলেনি।
প্রসঙ্গত, গত শনিবার সকালে অজ্ঞাতনামা একটি জিডির পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়। যদিও প্রায় আড়াই ঘণ্টার ওই অভিযানে কিছুই পায়নি পুলিশ।
এর প্রতিবাদে গত রবিবার দলের স্থায়ী কমিটির সভায় প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমিপি) ও গণঃপূর্ত বিভাগের কাছে অনুমতি চায় বিএনপি। তবে ডিএমপি তার অনুমতি দেয়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ