বেঙ্গালুরুর বিপক্ষেও একাদশে সাকিব !

ক্রীড়া ডেস্ক.

আইপিএলের চলতি আসরে রবিবারের লড়াইয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাত মাড়ে আটটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
সনি সিক্স ও সনি ইএসপিএন।
আসরে প্রথম ৫ ম্যাচের চারটিতেই জিতে অনেকটা এগিয়ে যেতে পারলেও আসল আইপিএল এবারই ‘‌শুরু’‌ গম্ভীরের দল তা বিলক্ষণ বুঝছে। গুজরাট লায়ন্সের কাছে শুক্রবার রাতের হার যে নিছকই একটা বিচ্ছিন্ন ঘটনা, তা প্রমাণ করার দায় কিন্তু নাইট যোদ্ধাদেরই। ফের নিজেদের আলোর মঞ্চে তুলে আনার সুযোগ খুব তাড়াতাড়িই পেয়ে যাচ্ছেন গম্ভীররা। দেখা যাক রবিবার ইডেনে কোথাকার পানি কোনদিকে গড়ায়?‌ আপাতত অপেক্ষা করা ছাড়া গতি নেই।
এদিকে চলতি আসরে নিজের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে সাকিবকে। গত ম্যাচে সাকিবের প্রথম ম্যাচে হেরে যায় কলকাতা। ম্যাচে ব্যাটিংয়ে শেষের এক বলে এক রান করেন। তবে বোলিংয়ে সুযোগ পেলেও ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন টাইগার অলরাউন্ডার। তবে আজকের ম্যাচেও দেখা যেতে পারে সাকিবকে।
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মানেই গেইল, ডি’‌ভিলিয়ার্স, কোহলিদের মতো তারকাদের ছড়াছড়ি। এবারের আইপিএলে ক্রমশই নিজেকে ফিরে পাচ্ছেন গেইল। দানব মূর্তিতে অবতীর্ণ হচ্ছেন ক্যারিবিয়ান বোলার-‌খাদক!‌ আর অধিনায়ক বিরাট কোহলি?‌ কে না জানেন ইডেন তাঁর অতি প্রিয় মাঠ?‌ গঙ্গাপারের এই ক্রিকেটীয় অ্যাম্পিথিয়েটার তাকে কখনও খালি হাতে ফেরায় না!‌ সব মিলিয়ে নাইটদের সামনে কিন্তু এবার মোক্ষম চ্যালেঞ্জ।
কলকাতা ও বেঙ্গালুরুরদলের সম্ভাব্য একাদশ-
কলকাতা সম্ভাব্য একাদশ: সুনীল নারাইন, গৌতম গম্ভীর (অধিনায়াক), রবিন উথাপ্পা, মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সুরাকুমার যাদব, সাকিব আল হাসান, ক্রিস ওকেস/ কলিন ডি-গ্র্যান্ডহামে, নাথান কোল্টার-নীল, কুলদীপ যাদব, উমেশ যাদব।
বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), ট্র্যাভিস হেড/ এবি ডি ভিলিয়ার্স, কেদার জাদভ, মানদীপ সিং/ হারপ্রীত সিং, স্টুয়ার্ট বিনি, শেন ওয়াটসন/ স্যামুয়েল বাদ্রি, পবন নেগি, অ্যাডাম মিলনে/ বিলি স্ট্যানলেক, এস অরবিন্দ, জুভেন্দ্র চাহাল।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ