ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক.

ত্রিদেশীয় সিরিজের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ সময় বিকেলে পৌনে চারটায় ম্যাচটি শুরু হয়েছে।
বেলফাস্টের স্টরমন্টে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ২৭ রান।
এর আগে, সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগার বাহিনী। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা। দুই ম্যাচে ৩০০-এর ওপর রান উঠেছে। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরেছেন ইমরুল কায়েস। ফেরা বলতে বাঁহাতি ওপেনার অবসর নিয়েছেন ৯২ রানে। বোলাররাও ভালো করেছেন।
বাংলাদেশ দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন , সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান ও শুভাশীষ রায়।
আয়ারল্যান্ড উলভস দল: শেন গেটকাটে (অধিনায়ক), জন অ্যান্ডারসন, অ্যাডাম ডেনিসন, টাইরনি কেন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, রব ম্যাকিনলি, জেমস শেনন, ন্যাথান স্মিথ, জ্যাক টেক্টর, শেন টেরি, জ্যামি গ্র্যাসি ও ক্রেগ ইয়ং।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ