ব্যয় বাড়বে কর্কটের, সাফল্য পাবেন কন্যা

নিউজ ডেস্ক.

আজ ১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ এবং ৩০ শাবান ১৪৩৮ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। ‏‏আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা : ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ : মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা : ৫ ও ৯। শুভ বার : মঙ্গল ও বুধ। শুভ রত্ন : পান্না ও রক্তপ্রবাল।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুটা ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রতিবেশীদের সহযোগিতা আশা করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সময় মোটামুটি অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি সামগ্রিক ভাবে শুভ সম্ভাবনাময়। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। কান কথায় কান না দিলেই ভালো করবেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণ বোধ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যয়াধিক্য দেখা দিবে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো পুরোনো রোগ নতুন করে দেখা দিতে পারে
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বন্ধুদের সহযোগিতা পাবেন। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা অছে সাংগঠনিক কাজে সুফর পাবেন। জনসম্পৃক্তিতা বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। সামাজিকত অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য আশা করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। গমণেচ্ছু ব্যক্তিকে যেতে দিন। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। সুনাম প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। যৌথ ও আংশিদারি কারবারে সুফর পাবেন। অংশিদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিত পেতে পারেন। আপনজনরা কেউ শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ের সম্ভাবনা আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্কতা অবলম্বন করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পড়াশোনায় আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো আশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ