ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দল থেকে বাদ পরেছেন সের্হিও আগুয়েরো। তবে দলে ফিরেছেন মাউরো ইকার্দির। ২০১৩ সালের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন ইন্টার মিলানের এ ফরোয়ার্ড।
আগামী ৯ জুন ব্রাজিলের বিপক্ষে এবং ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে এ মুহূর্তে কোচহীন থাকা আর্জেন্টিনা। গত ১১ এপ্রিল এদগার্দো বাউসাকে বরখাস্ত করার পর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেভিয়ার কোচ হোর্হে সাম্পাওলিকে দায়িত্ব দিতে চায়। সাম্পাওলিও শুক্রবার জানান, আর্জেন্টিনার কোচ হওয়ার ‘স্বপ্নের চাকরিটা’ তিনি পায়ে ঠেলবেন না।
প্রীতি ম্যাচের দলে ঠাঁই পাওয়া নতুন মুখের মধ্যে রয়েছেন আতালান্তার ফরোয়ার্ড আলেহান্দ্রো গোমেস, ওয়েস্ট হ্যামের ফরোয়ার্ড মানুয়েল লানসিনি, সেভিয়ার হোয়াকিন কোররেয়া, তিজুয়ানার মিডফিল্ডার গুইদো রদ্রিগেস ও রোমার লিয়েন্দ্রো পারেদেস।
আগুয়েরোর ক্লাব সতীর্থ পাবলো সাবালেতারও জায়গা হয়নি দলে। অবশ্য সিটির ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ঠাঁই পেয়েছেন। দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য এসেকিয়েল লাভেস্সি, লুকাস প্রাত্তো ও আনহেল কোররেয়া।