ব্রাজিলে যাত্রীবাহী বোট ডুবে ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক.



ব্রাজিলের উত্তর-পূর্ব অংশে সমুদ্রে যাত্রীবাহী বোট ডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ১০০ জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বোটটি। এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার দেশটির নৌবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল ফ্লাভিও আলমেডি বলেন, বাইয়া রাজ্যের রাজধানী সালভাদোরে সমুদ্রে বোটটি ডুবে যায়। নৌবাহিনী ২১ জনের মরদেহ উদ্ধার করে। এখনও নিখোঁজদের খুঁজতে কাজ চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ