বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় চালক নিহত

নাটোর প্রতিনিধি.



নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় আমজাদ আহমেদ (৪০) নামে এক জ্বালানি তেলবাহী ট্যাংক লরির চালক নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার বনপাড়া কালিকাপুর ফজলিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ কুষ্টিয়ার কাঁটাজোলা গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, সকালে নাটোর থেকে যমুনা অয়েল লিমিটেডের জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি বড়াইগ্রাম দিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় পৌঁছালে লরিটির পেছনের চাকায় সমস্যা দেখা দেয়।

এসময় ওই তেলবাহী লরির চালক গাড়ি থেকে নেমে পেছনের চাকা পরিক্ষা করছিলেন। এসময় হঠাৎ করে বিপরীত দিক থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। একই সাথে লরিটিও উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ