বয়লার বিস্ফোরণের ঘটনায় মামলা: আসামি নিহত ৩ শ্রমিক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের তালিকায় বিস্ফোরণে নিহত তিন শ্রমিকেরও নাম রয়েছে।

    মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলাটি করা হয়। মামলার বাদী জয়দেবপুর থানার অধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ।

    ওই তিন শ্রমিক হলেন কারখানার বয়লার অপারেট আব্দুস সালাম (৪৮), এরশাদ হোসেন (৩৭) ও মনছুরুল হক (৪১)। মামলায় এ তিনজন ছাড়াও অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

    মামলায় বলা হয়, বয়লারটি মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ জানার পরও আসামিরা পরস্পরের যোগসাজশে তা চালু করেন। আসামিদের বিরুদ্ধে ৩০২, ৩০৭, ৩২৬, ৩৩৬, ৩৩৮ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মামলায় যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। এ কারণে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের আসামি করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্তে যাদের নাম আসবে, মামলায় তাদের আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

    কাশিমপুর এলাকার নয়াপাড়ার মাল্টিফ্যাবস পোশাক কারখানায় গত সোমবার সন্ধ্যায় বয়লার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়। তিনজন নিখোঁজ আছেন। আহত হয়েছেন ৫৩ জন শ্রমিক-পথচারী।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ