ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন জমে উঠেছে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট (বগুড়া) থেকে


বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে অংশ গ্রহনের লক্ষ্যে ৫জন প্রার্থী সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে চরম উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

    উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল গত ১৯ জানুয়ারি মারা যান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করা হয়। ওই পদে আগামী ১৫ মে নির্বাচন উপলক্ষ্যে তফশীল ঘোষণা করা হয়েছে। তফশীল অনুযায়ী ১৬ এপ্রিল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার হোসেন, বিএনপির দলীয় প্রার্থী সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল, সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, ছাত্রদল নেতা আনোয়ারুল হক ইকবাল ও মোসাদ্দেক হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৯ এপ্রিল যাচাই-বাছাই, ২৬ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য্য রয়েছে। এছাড়া আগামী ২৭ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে নির্বাচনী প্রচরনার কার্যক্রম শুরু হবে। তবে প্রতীক বরাদ্দ না হলেও ইতিমধ্যে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা খুলি ও উঠান বৈঠক করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনে রায় ও সহযোগীতা কামনা করছেন। ভান্ডারবাড়ী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪হাজার ৩০২জন। এরমধ্যে ৬হাজার ৮৯৫জন পুরুষ ও ৭হাজার ৪০৭জন নারী ভোটার রয়েছেন। আগামী ১৫ মে ৯টি কেন্দ্রের ৪২টি কক্ষে ভোট গ্রহন করা হবে।

    আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোয়নপত্র দাখিল পূর্বে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সারোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।  মতবিনিময় সভা শেষে নেতৃবৃন্দের একটি টিম সারোয়ার হোসেনের সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ ধুনট বার্তাকে বলেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে অংশ নিতে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী রয়েছেন।


      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ