ভারতের ঋণে ৩ মহাসড়ক চার লেনে উন্নীত হবে

নিউজ ডেস্ক.


ভারত সরকারের দেওয়া তৃতীয় ঋণসহায়তা চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। এই তিনটি মহাসড়ক যশোরের বেনাপোল থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত, খাগড়াছড়ি থেকে ফেনী এবং কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। মন্ত্রী আরো জানান, দ্বিতীয় ঋণসহায়তা চুক্তিতে ৬০০ বাস, ৫০০ ট্রাক এবং সড়ক নির্মাণের যন্ত্রপাতি কেনার জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে।আর ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, নতুন হাইওয়ে নির্মাণ এবং সংস্কারে সহযোগিতা করতে চায় ভারত সরকার। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিল্টি ওথম্যান সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তৃতীয় মেঘনা সেতু ও কেরানীগঞ্জ থেকে হেমায়েতপুর পর্যন্ত উড়াল সড়ক নির্মাণে মালয়েশিয়া আগ্রহ দেখিয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ