Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিহার রাজ্যের গভর্নর রাম নাথ কোবিন্দ। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ সরকার তাকে মনোনয়ন দিয়েছে। আজ সোমবার বিজেপি প্রধান অমিত শাহ পার্লামেন্টারি বোর্ড মিটিং শেষে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে রামনাথের নাম ঘোষণা করেন। তবে ওই মিটিংয়ে উপরাষ্ট্রপতির নাম ঘোষণার বিষয়ে কিছু জানানো হয়নি। আগামী ২৩ জুন রাম নাথের কাগজপত্র নথিভুক্ত করার কথা রয়েছে। খবর এনডিটিভির।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তাদের প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক সমর্থন প্রার্থনা করেছেন।
বিজেপি প্রধান অমিত শাহ ও অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাতের পরপরই রাষ্ট্রপতি পদে রামনাথের প্রস্তাব আসে। এদিকে সকাল থেকেই বিরোধীদলীয় রাজনীতিবিদরা সরকারকে চাপ দিয়ে আসছিল তারা যেন তাদের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে। তাদের পছন্দে একমত হলে সে প্রার্থীকেই সমর্থন দেবেন তারা। আর তা না হলে নিজেদের প্রার্থী ঘোষণা করবেন।
এ অবস্থায় ভারতের ক্ষমতাসীন দলটি তাদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করল। বিজেপির জ্যেষ্ঠ নেতারা এখন ব্যস্ত বিরোধী দল ও রাজনৈতিক মিত্রদের সমর্থন নেওয়ায়।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিবেন নরেন্দ্র মোদি। আশা করা যাচ্ছে, তার যুক্তরাষ্ট্র সফরের আগেই বিজেপি রাষ্ট্রপতি পদের সব আনুষ্ঠানিকতা শেষ করবে। এজন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বিজেপির সকল সংসদ সদস্যকে।
উল্লেখ্য, গত তিন বছর বিহারের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন কোবিন্দ। তিনি কৃষক পরিবারের সন্তান। সাধারণ জন্ম ও পেশাগত কারণে যারা বৈষম্য এবং বঞ্চনার শিকার; নিম্ন বর্ণের, তারা ‘দলিত’ বলে পরিচিত। রামনাথ কোবিন্দ কানপুর থেকে উঠে আসা বিজেপির দলিত নেতা। তিনি দলিত সমাজের প্রতিনিধি। বিজেপির সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হয়েছে।
১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। ২০১৫ সালের ৮ অাগস্ট তিনি বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন।