Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে মুজাফফরনগরের খাতাউলিতে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার রাত ৯টায় ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে আসা উৎকল এক্সপ্রেস উত্তরখাণ্ডের হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৬টার ৮টি বগি লাইন থেকে বেরিয়ে এলে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।
লাইনচ্যুত বগিগুলোর একটি রেল লাইনের পাশের একটি ঘরে উঠে যায়, দুটি বগির একটি আরেকটির উপর উঠে যায়।
খাতাউলি শহরের বাসিন্দারা ছুটে গিয়ে প্রথমে যাত্রীদের উদ্ধার শুরু করে। পরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সসহ (এনডিআরএফ) অন্যান্য বাহিনী উদ্ধার কাজে যোগ দেয়।
স্থানীয়দের হাতে উদ্ধার হওয়া ৪০ বছর বয়সী এক নারী বলেন, বিকট শব্দ হয়। এরপর আর্তনাদ আর সহায়তার জন্য কান্না শোনা যায়।
এ ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন, কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনায় হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। নিহত প্রত্যেকের পরিবারকে সাড়ে ৩ লাখ রুপি, গুরুতর আহতদের ৫০ হাজার এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেয়া হবে।