ভারতে হিন্দু-মুসলিমদের এক করছে রমজান


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

নিউজ ডেস্ক.


    সংযমের মাস রমজান। এই মাস মুসলিমদের ধৈর্য ধরতে শেখায়, বেঁধে দেয় ভ্রাতৃত্বের বন্ধনে। তবে ভারতের পুরোনো দিল্লিতে চিত্রটা একটু ভিন্ন। সেখানে শুধু মুসলিমরা নন, হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়কে একাত্ম করেছে পবিত্র এই মাস।

    রমজানে সারা দিন কিছুই খান না মুসলিমরা। তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে না খেয়ে থাকছেন অনেক হিন্দুও। পুরোনো দিল্লির মিষ্টির দোকান কল্যাণ সুইটসের মালিক মো. শান। তাঁর কথাতেই মেলে এর প্রমাণ।

    শান বলেন, ‘গত ১৬ বছর আমাদের দোকানে কাজ করছেন কৌশল সিং। রমজান মাসে দিনের বেলায় তিনি কখনো খান না। আমাদের দোকানে এমন অনেক হিন্দু আছেন, যাঁরা নিজ ধর্ম পালন করেন; কিন্তু আমাদের প্রতি সম্মান দেখিয়ে কোনো খাবার ও পানি পান করেন না। আর খাওয়ার প্রয়োজন হলে সবার আড়ালে চলে যান।’

    এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং মানবতা থেকেই করেন উল্লেখ করে কৌশল বলেন, ‘আমার সহকর্মীরা না খেয়ে থাকে, আর আমি তাঁদের মাঝে কীভাবে খাই? আমি গোঁড়া নই। আমি সব ধর্মকে সম্মান ও মূল্যায়ন করি।’

    ফলের দোকানদার আসাদের গল্পটাও একই রকম। একই এলাকায় ব্যবসা করেন তিনি। আসাদ বলেন, ‘আমার কর্মচারী মেভা রাম রোজার সময় আমার সামনে খাবারের কথা বলে না। সে দুপুরে না খেয়ে প্রতি সন্ধ্যায় আমার পরিবারের সঙ্গে ইফতার করে।’

    ‘আমার হিন্দু কর্মীরা আমাকে রোজা রেখে কাজ করতে দেয় না। আমার কাজগুলো তাঁরা করে দিতে চায়’, খুশি মুখেই বলেন আসাদ।

    মেভা রামা জানান, পুরোনো দিল্লিতে অবস্থিত ঐতিহ্যবাহী জামে মসজিদের সামনের এলাকা মানুষ একেবারে অসাম্প্রদায়িক। এখানে সবাই ঈদ ও হোলি একসঙ্গে পালন করেন। এই উৎসবগুলো হিন্দু-মুসলিমদের কাছে আনে।

    ‘আমরা একসঙ্গে কাজ করতে পারলে, কেন একে অপরের ধর্মীয় উৎসবগুলোতে অংশ নিতে পারব না’, বলেন রামা।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ