ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার বেলা ৩টা থেকে প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক শুরু হয়।

    বৈঠকে সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপতির ছুটি, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষা এবং উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।

    এর আগে গত ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী বলেছিলেন- আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সেতুবন্ধ।

    এ সময় তিনি বিচার বিভাগকে সহযোগিতার কোনো কমতি থাকবে না বলে মন্তব্য করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ