ভিসা জটিলতার সমাধানে ২৮ হজ এজেন্সিকে মন্ত্রীর আল্টিমেটাম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    চলতি বছর সময় মতো ভিসার আবেদন করতে পারেনি এমন ২৮টি হজ এজেন্সিকে ভিসার আবেদন করতে ১০ তারিখ পর্যন্ত সময় বেধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে যদি সমস্যা সমাধান না হয় তাহলে অভিযুক্ত হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।

    রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত এজেন্সির মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

    এসময় মন্ত্রী বলেন, ‘একজন হজযাত্রীও পড়ে থাকবেন না। সবাই হজে যাবেন। কিছু এজেন্সি সময় মতো রিপোর্ট না করায় এ সমস্যা হয়েছে। তাদের আজ আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। ১০ তারিখ পর্যন্ত তাদের সময় বেধে দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সমস্যার সমাধান না করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।’

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছু এজেন্সি বেশি ব্যবসার জন্য এমনটি করেছে। কিন্তু এ সব অন্যায় বরদাস্ত করা হবে না। দুই দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।’

    ধর্ম মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত পরিসখ্যান অনুযায়ী গত ৬ আগস্ট পর্যন্ত মোট ২৮টি এজেন্সি ৫ হাজার ১শ’১৭ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা দেয়নি। নাম ও হজযাত্রীর কোটা অনুযায়ী প্রাপ্ত তালিকার বিভিন্ন এজেন্সিগুলো হলো রিয়েল ইন্টারন্যাশনাল (১৬৮ জন), বদরপুর ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস (২৪১জন), আজমল ট্রেড ইন্টারন্যাশনাল (১৫৯ জন), ফারুক ট্রাভেল অ্যান্ড ট্যুরস্ (১৮৭), গোল্ডেন ট্রাভেলস্ অ্যান্ড কার্গো সার্ভিসেস (২৫১ জন), এআরএস ট্রাভেলস্ (১৫৪ জন), ঢাকা হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলস্ (১৮২ জন), ঢাকা ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ (১৫৩ জন), গ্লোব ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি (১৬৪ জন), হাবিব এয়ার ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ (২২০ জন), হা-মিম ট্রাভেল অ্যান্ড ট্যুরস (১৫৪ জন), ইহরাম এয়ার ইন্টারন্যাশনাল (১৬৭ জন), কাশেম ট্যুর অ্যান্ড ট্রাভেলস্ (২০২ জন), এমএএম ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুর (১৫০ জন), এম/এস এম নুর ই মদিনা হাজি ট্রাভেলস্ (২০৮ জন), মাবরুর এয়ার ইন্টারন্যাশনাল (১৬৪ জন), মাহির হজ সার্ভিসেস অ্যান্ড ট্যুরস্ (১৭২ জন),মক্কা বাবে জান্নাত ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ (১৫৮ জন), মেছফালা ট্রাভেলস (২২৫ জন), এমএইচএম ওভারসিজ (১৮০ জন), মদিনা এয়ার ইন্টারন্যাশনাল এভিয়েশন (১৬৬ জন), পেনাং ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ (১৫১ জন), সিনেটর এয়ার ট্রাভেলস (১৯৪ জন), এম/এস মক্কা অ্যান্ড মদিনা ট্রাভেলস্ (২৬৫ জন), সাকের হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলস্ (১৫৪ জন), মিম ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল (১৬৮ জন), তাওসিফ ট্রাভেলস্ অ্যান্ড ট্যুরস্ (১৫৫ জন) ও এম আলী ইন্টারন্যাশনাল ট্রাভেলস (২০৯ জন)।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ