ভুরুঙ্গামারীতে বাল্য বিয়ের অপরাধে পিতা ও ঘটকের জেল

কুড়িগ্রাম প্রতিনিধি.

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাল্য বিয়ের দায়ে বরের পিতা ও ঘটককে জেলা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, গত রোববার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মমিন উদ্দিনের স্কুল পড়–য়া কন্যা ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মনি খাতুন (১৩) এর সঙ্গে একই ইউনিয়নের বেলদহ গ্রামের বাবুল মিয়ার পুত্র আরিফের বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ের দায়ে বরের পিতা বাবলু মিয়া (৫৫) ও ঘটক গেন্দু মিয়া (৪৯) কে আটক করে।
পরদিন সোমবার বিকালে বরের পিতা ও ঘটককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত, পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ