নিউজ ডেস্ক.
ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ এখন হেফাজতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে একই কারণে দলটি খেলাফতে মসলিসের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল বলেও জানান তিনি।
আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মওদুদ এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ ভোট পাওয়ার জন্য খেলাফতে মজলিসের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল। এই খেলাফতে মজলিস হলো সবচাইতে দক্ষিণপন্থী একেবারে উগ্রপন্থী একটি ডানপন্থী রাজনৈতিক দল। এখন আবার হেফাজতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। তাতে একটা জিনিস প্রমাণ করে যে, আওয়ামী লীগ একটি সুবিধাবাদী, ফ্যাসিবাদী রাজনৈতিক দল।’
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। খুন, গুম রাহাজানি সকল ক্ষেত্রে আজকে মানুষ অতিষ্ঠ। ফ্যাসিবাদ সরকারকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না।’