Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ফজলে রাব্বী মানু.
৫দিন বন্ধ থাকার পর বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ প্রদান আবার শুরু হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে টিকা কেন্দ্রে এই ২য় ডোজ নিতে পারবেন প্রথম ডোজ গ্রহনকারীরা। এরআগে গত ১৯ আগস্ট থেকে ৫ দিনের জন্য ২য় ডোজ প্রদান বন্ধ রাখে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৭ ফেরুব্রয়ারি সারাদেশে এক যোগে টিকা কার্যক্রম শুরু হয়। যার ধারাবাহিকতায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রোজেনেকা টিকা প্রদান কার্যক্রম চালু করা হয়। এরপর অ্যাস্ট্রোজেনেকা টিকা সংকটের কারনে গত মে মাসেই সারাদেশে এক যোগে বন্ধ হয়ে যায় এই টিকা প্রদান।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত ৭ ফেব্রুয়ারি থেকে ধুনট উপজেলার বিপুল সংখ্যক মানুষ অ্যাস্ট্রোজেনেকা টিকার প্রথম ও ২য় ডোজ গ্রহন করে। কিন্তু প্রায় ২হাজার মানুষের ২য় ডোজ বাদ রেখেই গত মে মাসে টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে ২য় ডোজের অপেক্ষায় ছিলেন তারা।
চলতি মাসের ২য় সপ্তাহে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রোজেনেকা টিকা সরবরাহ করা হয়। এরপর গত শনিবার (১৪ আগস্ট) থেকে বাদ পড়া ব্যক্তিদের ২য় ডোজ প্রদান শুরু হয় । গত বুধবার পর্যন্ত ১হাজার ১৬০জনকে এই টিকার ২য় ডোজ প্রদান করা হয়েছে। এ অবস্থায় গত বৃহস্পতিবার থেকে ৫দিন অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসানুল হাছিব এ তথ্য নিশ্চিত করে বলেন ৫দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে অ্যাস্ট্রোজেনেকা টিকার ২য় ডোজ প্রদান করা হবে। পাশাপাশি সিনোফার্মের টিকার প্রথম ও ২য় ডোজ প্রদানও চালু থাকছে।
নিবন্ধন করা এবং মোবাইলে এসএসএম পাবার পর টিকা কার্ড নিয়ে টিকা গ্রহনের জন্য আসার পরামর্শ দেন তিনি।
