মধুমতি নদী থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক.

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদী থেকে দেলোয়ার হোসেন নামে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, সকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় মধুমতি নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাহ্ আলম ভুইয়া জানান, গত ২৫ এপ্রিল নড়াইল থেকে ঈগল পরিবহনের একটি নৈশ কোচে ঢাকা যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নড়াইলে তিনি একাই থাকতেন। তার পরিবার ঢাকায় বসবাস করত। অগামী নভেম্বর মাসে তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
কাশিয়ানী থানার ওসি নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ