মধুর হচ্ছে জোলি-পিটের সম্পর্ক!


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের দাম্পত্য জীবনের ইতি বর্তমানে অতীত। বিবাহবিচ্ছেদ ও সন্তানদের অভিভাবকত্ব নিয়ে কম লড়াই হয়নি আদালতে। সব শেষে নিজেরা একটি সমাধানে এসেছিলেন। তবে শোনা যাচ্ছে। জোলি ও পিটের মধ্যকার দূরত্ব কমতে শুরু করেছে!

    সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে হলিউডে। কারণ হলিউডের এই দুই শক্তিশালি তারকা ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি নাকি একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রেখে চলেছেন, যার পেছনে অবদান রয়েছে তাদেও ৬ সন্তানের।

    অ্যাঞ্জেলিনা জোলি গত বছর সেপ্টেম্বরে ব্র্যাড পিটের থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। বারবার শিরোনামে উঠে এসেছিল এই জনপ্রিয় জুটির দূরত্বের কথা। সন্তানের সঙ্গে বাজে ব্যবহারের কারণে পিটের কাছ থেকে সরে আসেন জোলি, যা তাদের ভক্তদের কাছেও ছিল বেশ হতাশার। তবে সম্প্রতি নাকি দুই তারকা নিজেদের সন্তানের ব্যাপারে যোগাযোগ শুরু করেছেন।

    এতে করে অনেকেই মনে করছেন হয়তো বরফ গলতে শুরু করেছে দুই তারকার মধ্যে। সন্তানদের নিয়ে নাকি তাদের ফোনেও বেশ আলোচনা চলে। এদিকে এই বিষয় কতটা সত্যি সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে ভক্ত দর্শকরা আশা করতেই পারেন, এই জুটির দাম্পত্য জীবন যেন অতীতের মতো মধুর হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ