মনে হচ্ছে রুবির পেছনে কেউ কলকাঠি নাড়ছে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.


    কয়েকদিন ধরে সালমান শাহর মৃত্যু রহস্য ঘিরে উত্তপ্ত মিডিয়া পাড়া। সালমান হত্যা মামলার অন্যতম আসামি রুবির ফেসবুক ভিডিওকে ঘিরে নায়কের মৃত্যুর ২১ বছর পরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই হত্যা মামলার জট উম্মোচন করতে ভিডিওটি আমলে নেওয়ার কথাও বলেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। পরে রুবি নিজেকে ‘মানসিকভাবে অসুস্থ’ দাবি করেন।

    এ নিয়ে কথা বলে নির্মাতা সোহানুর রহমান সোহানের সাথে। সালমানের প্রথম সিনেমার পরিচালকও তিনি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’।

    সোহান বলেন, “সালমান শাহ সেই সময়ের ব্যস্ত নায়ক ছিল। শিল্পী হিসেবে যেমন ভালো ছিল, তেমন মানুষ হিসেবেও অনেক ভালো ছিল। তার মৃত্যুকে ঘিরে এখন যে কথাবার্তা হচ্ছে এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। যে মহিলা প্রথম ভিডিওবার্তা প্রকাশ করে তার কথাও কোনো ঠিক নেই। একেক সময় একেক কথা বলছে। নিজেই নিজেকে বলছে, ‘আমি মেন্টাল যা বলেছি ভুল বলেছি।’ তার কথা অসংলগ্ন।”

    তিনি আরো বলেন, ‘২১ বছর পরে কেনই বা সে এগুলো নিয়ে কথা বলছে এটাও ভাবার বিষয়। আমার মনে হচ্ছে রুবির পেছনে কেউ কলকাঠি নাড়ছে। সব মিলিয়ে এর ফলাফল হিসেবে আমরা কী পাব? তবে আমরাও চাই— সালমান হত্যার বিচার হোক। খুন হয়ে থাকলে তার বিচার হোক। আত্মহত্যা করছে কি-না সেটা প্রশাসন বলতে পারবে। তখন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে নাকি মাটিতে ছিল, এগুলো সব উল্টাপাল্টা কথাবার্তা। এখন সবার কথা শুনে মনে হচ্ছে এটা শুধুই নিউজের বিষয়, আর কিছু না।’

    এত বছর হত্যা না আত্মহত্যা সমাধান না হওয়ার পেছনে কারণ কী? জবাবে সোহান বলেন, ‘এটা আমি বলতে পারব না। যতদূর জানি মামলা পরিচালনা করছেন সালমানের মা। তার মাও কখন কী বলে না বলে তারও কোনো ঠিক নেই। যাই হোক এর একটি সমাধান হওয়া প্রয়োজন।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ