বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ চার গাঁজা বিক্রেতাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে থানার এসআই রুহুল আমিন অভিযান চালিয়ে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন বাজার থেকে ১২৫ পুড়িয়া গাঁজাসহ আইনুল ইসলামের স্ত্রী বিলকিস বানুকে তার বাড়ী থেকে আটক করেন। তিনি তার বাড়ী থেকে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করছিলেন বলে পুলিশ জানায়।
এছাড়া সকালে উপজেলার মাতাজীহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান অভিযান চালিয়ে গাঁজা বিক্রির অভিযোগে আতুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আবু তালেব, ফকির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম এবং কৃষ্ণপুর গ্রামের তৈমুদ্দিনের ছেলে গোলাম মোস্তফাকে আটক করেন।
বিনোদন ডেস্ক. অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নিমন্ত্রিতদের অধিকাংশই পুরুষ এবং সাদা চামড়ার। এরকমই অভিযোগ উঠেছিল অস্কারের বিরুদ্ধে। তখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সদস্য…
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. কাজীপুরের চরাঞ্চলের আড়াইশ প্রতিবন্ধী পরিবারকে নলকূপ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার…