মহাদেবপুরে ৫৬ লাখ টাকা ব্যয়ে সোলার রোডলাইট স্থাপন

রওশন জাহান, নওগাঁ থেকে.

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের সড়কগুলো আলোকিত রাখার জন্য সম্প্রতি ৭২টি সোলার রোডলাইট বসানো হয়েছে। এরফলে সড়কগুলো প্রতিরাতে আলোকিত হয়ে থাকছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস প্রকল্পটি বাস্তবায়ন করছে। এজন্য চলতি অর্থবছরে কাজের বিনিময়ে টাকা কাবিটা প্রকল্পের আওতায় ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন জানান, প্রতিটি রোডলাইট স্থাপন বাবদ ৭৭ হাজার ৪শ’ টাকা বরাদ্দ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে এজন্য দরপত্র আহ্বান করে এই উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য রুরাল এনার্জি এন্ড ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ নামক কোম্পানীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি রোডলাইটে একটি খুটি, একটি সোলার প্যানেল, একটি চার্জার ব্যাটারী ও একটি লাইট লাগানো হবে। প্রতিটি ব্যাটারী কমপক্ষে ৩ বছর স্থায়ী হবে।
তিনি জানান, ইতিমধ্যেই প্রায় সব কয়টি রোডলাইট বসানোর কাজ শেষ হয়েছে। এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এলাকায় এলে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, এলাকার সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব মো: আকতার হামিদ সিদ্দিকীর উদ্যোগে মহাদেবপুর উপজেলা সদরসহ কয়েকটি স্থানে রোডলাইট স্থাপন করা হয়। কিন্তু বিদ্যুতের লোড শেডিং, লাইট ফিউজ হওয়া, চুরি হওয়া আর সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এসব রোডলাইট বেশীরভাগ সময়ই অফ থাকে। ফলে সড়কগুলো থাকে অন্ধকারে। সোলার লাইট স্থাপনের ফলে এসব সমস্যা দূর হবে। এখন সময়মত এসব লাইট জ্বালানো আর নেভানোর দায়িত্বটি সংশ্লিষ্ঠ ব্যক্তিরা পালন করলেই এর ব্যপক সুফল পারে স্থানীয় জনতা। #

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ