মহাদেবপুর উপজেলা আ’লীগের সভাপতি পদে ধলু এগিয়ে

রওশন জাহান, নওগাঁ .

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক কমিটি গঠন প্রক্রিয়া অনেক দিন আগেই শুরু হয়েছে। ইতিমধ্যেই উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বাকী ইউনিয়ন কমিটিগুলোও গঠনের কাজ চলছে। আগামী দিনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি কে হবেন, কার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ এগিয়ে যাবে এনিয়ে সর্বত্র ব্যাপক আলোচনা শুরু হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে কমিটি গঠনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, তারা আগামী দিনে উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মহাদেবপুর সদর ইউনিয়ন আওয়ামীগীগের দেড় যুগেরও অধিক সময়ের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত মো: মাহবুবুর রহমান ধলুকে সভাপতি হিসাবে দেখতে চান। কারণ হিসাবে জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মঈনুল ইসলাম ময়েন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাইগাঁ ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, মজির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু ঘোষ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ঠুনকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস,এম,জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: বদিউজ্জামান বদি, সদস্য ইয়াকুব আলী, সেকেন্দার আলী, প্রিন্সিপাল মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, এমদাদুল হক, আফজাল হোসেন, হাতুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাংশু কুমার, চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদুন নবী রিপন, খাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাজুর ইউপি চেয়ারম্যান মো: বেলাল উদ্দিন, চেরাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন হোসেন, খাজুর ইউপির সাবেক সদস্য মোস্তাকিম বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যানার্জী ব্যাপী, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ নেতারা বলেন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু একজন সংগ্রামী নেতা, রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, বলিষ্ঠ বক্তা। তার নেতৃত্বে আওয়ামীলীগ আরো সুসংগঠিত হবে বলে তারা আশা করেন।
উপজেলা আওয়ামীলীগের আগামী কাউন্সিল নিয়ে মাহবুবুর রহমান ধলুর সাথে একান্তে আলাপকালে তিনি বলেন, তার পিতা মৃত মতিয়ার রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সারাজীবন আওয়ামীলীগের রাজনীতি করেছেন। তিনি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘদিন এই পদে আসীন ছিলেন। ধলু নিজেও বাবার মত বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশ সেবার কাজে নিয়োজিত আছেন। আগামী দিনে যদি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হতে পারেন, তাহলে উপজেলা সদরে আওয়ামীলীগের কার্যালয় নির্মাণ করা হবে তার প্রধান কাজ। তিনি বলেন, উপজেলায় বেশ কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকের দেখা পেয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। কিন্তু তারা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় তৈরী করতে পারেননি। বর্তমান বঙ্গবন্ধুকন্যা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের দীর্ঘদিনের সফল সভানেত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার জননেত্রী শেখ হাসিনা যেভাবে সারাদেশের উন্নয়ন করছেন, তার প্রতিটি উন্নয়ন উপজেলার প্রতিটি ঘরে পৌঁছে দেবার জন্য দলীয় কার্যালয় থাকা অবশ্যই প্রয়োজন। যেখানে বসে আওয়ামীলীগের নেতাকর্মীরা স্ব স্ব এলাকার উন্নয়ন পরিকল্পনা করবেন, অসহায় খেটে খাওয়া দিনমজুর শ্রমিকের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করবেন। কোন মানুষ যেন না খেয়ে না থাকে, কেউ যেন গৃহহীন না থাকে, কোন যুবক-যুবতী যেন বেকার না থাকে এসব পরিকল্পনার জন্য দলীয় কার্যালয় থাকা একান্ত প্রয়োজন । এজন্য তিনি সভাপতি নির্বাচিত হলে অতীব গুরুত্বপূর্ণ দলীয় স্থায়ী কার্যালয় নির্মাণ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
উল্লেখ্য, উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সভাপতি ইব্রাহীম বিশ্বাস প্রায় ৭ বছর আগে মারা গেলে পদটি শুণ্য হয়। সেই থেকে সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব করতে থাকেন। ৩ বছর আগে তিনিও মারা যান। তখন থেকে পদটি আবার শুণ্য হয়। সহ-সভাপতি ওয়েজুল হক বকুল বিভিন্ন সভা পরিচালনা করলেও মূলত: দলের কান্ডারী হিসাবে পরিচিতি পান দলের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন। এমতাবস্থায় সভাপদি পদে মাহবুবুর রহমান ধলুকে অনেকেই যোগ্য মনে করছেন বলে জানান ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ