নিউজ ডেস্ক.

মাগুরার শালিখা উপজেলায় আব্দুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার রাতে আব্দুর রহমানকে কুপিয়ে আহত করা হয়। তিনি উপজেলার শাবলাট গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে আব্দুর রহমান স্থানীয় চৈত্রবাড়ি বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি শাবলাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

