Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ডে একটি কাভার্ডভ্যানকে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
নিহতরা হলেন- নরসিংদীর আমদিয়া ইউনিয়নের হাটখোলা এলাকার আলি আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), কান্দাপাড়ার আব্দুর রহমান (৫০) ও তার ছেলে রবিউল (২০), কান্দাইলের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (১৫)। বাকি দুজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীর মনোহরদী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কান্দাইল বাসস্ট্যান্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। পরে বাস ও কাভার্ড ভ্যান দুটোই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেয়ার পথে ২জন মারা যান। নিহতরা সবাই বাসের অপেক্ষায় থাকা যাত্রী।
মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানান, প্রাথমিকভাবে হতাহতদের উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ গাড়ি দুটি উদ্ধারের জন্য কাজ করছে। উদ্ধার তৎপরতা শেষ হলে দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছে তার সঠিক তথ্য জানানো যাবে। এছাড়া পুলিশ মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।