মার্কিন রণতরীর নিখোঁজ নাবিকদের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক.



সিঙ্গাপুরের উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে নিখোঁজ ১০ নাবিকের সবাই মারা গেছেন। সংঘর্ষের এক সপ্তাহ পর এসব সেনার লাশ উদ্ধার করা হয়। সোমবার মার্কিন নৌবাহিনী এ খবর জানায়।

মার্কিন সপ্তম নৌ-বহর জানায়, ইউএসএস জন ম্যাককেইন ডেস্ট্রয়ারের ভেতর থেকে এসব সেনার লাশ উদ্ধার করা হয়েছে।

গত ২১ আগস্ট স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটের দিকে মালাক্কা প্রণালীতে যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস জন ম্যাককেইন সিঙ্গাপুরের পূর্বে বন্দরের দিকে যাচ্ছিল। এসময় লাইব্রেরিয়ান পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার দ্যা অ্যালনিক এমসি’র সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে রণতরীটির পাঁচ নাবিক আহত এবং ১২ জন নিখোঁজ হয়। এছাড়া, সংঘর্ষে রণতরীটির ব্যাপক ক্ষতি হয়েছে।

মালাক্কা হচ্ছে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশ্বের অন্যতম প্রধান ব্যস্ত রুট। মার্কিন রণতরীর চেয়ে অন্তত তিনগুণ বড় ছিল তেলবাহী ট্যাংকার দ্যা অ্যালনিক এমসি। ৩০ হাজার টনের ট্যাংকারটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল।

দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা দুর্ঘটনার কবলে পড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ। এর আগে, গত ১৭ জুন কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎজেরাল্ডের সংঘর্ষে সাত মার্কিন নাবিক নিহত হয়। জাপানের বন্দর নগরী ইউকোসুখাতর কাছে এ দুর্ঘটনা ঘটেছিল। সূত্র: এনবিসি নিউজ

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ