মার্কিন রণতরী ও ট্যাংকারের সংঘর্ষ: নিখোঁজ ১০ নাবিক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে রণতরীটির পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটের দিকে সিঙ্গাপুরের উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন নৌবাহিনীর বরাতে বিবিসি এ খবর জানায়।

    প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী রণতরী ইউএসএস জন ম্যাককেইন সিঙ্গাপুরের পূর্বে বন্দরের দিকে যাচ্ছিল। এসময় লাইব্রেরিয়ান পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার দ্যা অ্যালনিক এমসি’র সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে রণতরীটির পাঁচ নাবিক আহত এবং ১২ জন নিখোঁজ হয়। এছাড়া, সংঘর্ষে রণতরীটির ব্যাপক ক্ষতি হয়েছে।

    তবে তেলবাহী ট্যাংকারটির অবস্থা জানা যায়নি। ৩০ হাজার টনের ট্যাংকারটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল।

    এদিকে, নিখোঁজ নাবিকদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী, পুলিশ কোস্ট গার্ড এবং মার্কিন সামরিক হেলিকপ্টার এতে অংশ নিয়েছে। মালয়েশিয়াও এ তল্লাশি অভিযানে যোগ দিয়েছে বলে জানায় বিবিসি।

    দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা দুর্ঘটনার কবলে পড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ। এর আগে, গত ১৭ জুন কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎজেরাল্ডের সংঘর্ষে সাত মার্কিন নাবিক নিহত হয়। জাপানের বন্দর নগরী ইউকোসুখাতর কাছে এ দুর্ঘটনা ঘটেছিল। সূত্র: বিবিসি

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ