মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার জিহাদিদের হামলায় ৯ সৈন্য নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। ওই অঞ্চলে ফ্রান্সের সন্ত্রাসবাদবিরোধী বাহিনীর কমান্ডার এ কথা জানান।
তিনি বলেন, বারকিনা ফাসো সীমান্তের কাছে একটি অভিযান চালানো হচ্ছে।
মালির বাণিজ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আব্দেল করিম কোনাতে এক বিবৃতিতে বলেন, দোগোফ্রি ও নামপালার মধ্যবর্তী স্থানে জাতীয় সশস্ত্র বাহিনীর সরবরাহ মিশনের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে।
তিনি একে একটি ‘কাপুরুষোচিত ও বর্বরোচিত আচরণ’ হিসেবে অভিহিত করে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমাদের ও আমাদের অংশীদারদের প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
এর আগে মালির সামরিক বাহিনী জানায়, মধ্যাঞ্চলীয় সেগোউয়ে এই হামলা চালানো হয়েছে। এতে আট সৈন্য নিহত ও অপর চার জন আহত হয়েছে।
সৈন্যদের গাড়ি একটি মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা সৈন্যদের ওপর আকস্মিক হামলা চালায়।
নিউজ ডেস্ক. মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষক এবং শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা হতাহতের…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ