মীরসরাইয়ে জাম গাছে ১২ ফুট লম্বা অজগর

নিউজ ডেস্ক.



বন্দর নগরীর চট্টগ্রামের সর্ব উত্তরে উপজেলা মীরসরাইয়ে জাম গাছ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার উপজেলার হিংগুলি ইউনিয়নের বৈদ্য গ্রামের বিমান কুমার দে’র বাড়ির জাম গাছে অজগরটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, শনিবার সকাল ১০টায় স্থানীয় লোকজন অজগর সাপটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি জাম গাছটির ৩৫-৪০ ফুট উঁচু ডালে অজগরটি ছিল। এর পর বন বিভাগে খবর দেয়া হয়। খবর পেয়ে হিংগুলি ও গোভনীয়া বিটের বন বিভাগের কর্মচারীরা বিকালে গিয়ে সাপটি উদ্ধার করেন। গোভনীয়া বিটের বন প্রহরী জানান, ১২ ফুট লম্বা অজগরটির ওজন ২০ কেজি।

বৈদ্য গ্রাম থেকে উদ্ধারের পর বিকালে গোভনীয়া বিটের গভীর জঙ্গলে সাপটি ছেড়ে দেয়া হয় বলে জানান তিনি। এর আগে গত ২৪ এপ্রিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মৌমিনটোলায় একটি শিরিষ গাছের ডালে সাড়ে ছয় ফুট দীর্ঘ একটি অজগর পাওয়া যায়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ