আগামী ১২মে মুক্তি পাবে রামগোপাল ভার্মা পরিচালিত বহুল আলোচিত ছবি ‘সরকার থ্রি’। তবে মুক্তির আগেই আইনি বিতর্কে জড়িয়ে পড়ল এই ছবি। সম্প্রতি কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে।
এক হাজার তিনশোর ও বেশি ছবির কপিরাইট রয়েছে নরেন্দ্র হিরওয়াত অ্যান্ড কোম্পানির কাছে। আর তাদের কাছেই ছিল সরকার ফ্র্যাঞ্চাইজির কপিরাইট। তবে এখন হিরওয়াত কোম্পানি জানাচ্ছে যে রামগোপাল ভার্মা তাদের কোনো কিছু না জানিয়েই সরকার থ্রি তৈরি করে ফেলেছেন।
প্রযোজনা সংস্থার এমন পদক্ষেপে সত্যিই হতাশ হিরওয়াত কোম্পানি। ২০১৬ সালের অক্টোবরে ছবি নির্মাতাদের কাছে একটি নোটিস পাঠিয়েছেন তারা। কিন্তু সরকার থ্রি-র প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তাদের কোনো উত্তর দেয়া হয়নি।
তবে নরেন্দ্র হিরওয়াত অ্যান্ড কোম্পানির জারি করা এই তথ্য সম্পূর্ণ অবৈধ এবং মিথ্যা বলে দাবি রামগোপাল ভার্মার। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে বিষয়টি মুম্বাই হাইকোর্টে।
আরও জানিয়েছেন, সরকার ও সরকার রাজ-র থেকে সরকার থ্রির কাহিনি সম্পূর্ণ অন্যদিকে গড়িয়েছে। একে নাকি ঠিক সরকারের সিক্যুয়েল বলা যায় না। আর হিরওয়াতদের কাছে সরকার ছবির প্রিক্যুয়েল ও সিক্যুয়েল -এর রাইটস রয়েছে।
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট. লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। উপজেলার ভুক্তভোগি জনতা তাদের দাবী আদায়ে…